মেয়েদের এশিয়া কাপের আয়োজন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক:

গত কয়েকবছর করোনার কারণে ক্রীড়াঙ্গন যেন থমকে যায়। আবারো শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট।মাঠে দেখা যাবে প্রিয় তারকারে। বেট বলের লড়াই আর প্রতিদ্বন্দ্বীতা দেখা যাবে বিভিন্ন দলের মধ্যে।

Islami Bank

দীর্ঘদিন পর মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। ২০২২ মেয়েদের এশিয়া কাপের আসর বসবে সিলেটে। ১লা অক্টোবর থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সাত দলের এই ক্রিকেট টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘অতীতেও আমরা সফলভাবে আইসিসির ইভেন্টের আয়োজন করেছি। এবার সিলেটে এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছি। আমরা এ ব্যাপারে আশাবাদী।’ টি ২০ সংস্করণে এই টুর্নামেন্ট হয়ে আসছে ২০১২ সাল থেকে।

চার বছর আগে ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তান নারী ক্রিকেট দলকে শেষবার আতিথ্য দিয়েছিল বাংলাদেশ। এরপর আর মেয়েদের কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০১৪ পুরুষ ও নারী টি ২০ বিশ্বকাপের কয়েকটি ম্যাচ হয়েছিল সিলেটে।

one pherma

মেয়েদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শেষবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ২০১৮ সালে।সেবার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ শেষ বলে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে।

আরও পড়ুন…পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ৮৩০, জরুরি সহায়তা আহ্বান

২০২০ সালে মেয়েদের পরবর্তী এশিয়া কাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। পরের বছর সেটি স্থগিত হওয়ার পর শেষমেশ বাতিল হয়ে যায়। সেই টুর্নামেন্ট এবার হবে সিলেটে। মেয়েদের এশিয়া কাপ উপভোগ করতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে আবেগ আর চাপা উত্তেজনা!

ইবাংলা/জেএন/২৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us