যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে

ডেস্ক রিপোর্ট

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ সরকারি ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

Islami Bank

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা প্রতিনিয়ত এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা এখনো সক্রিয়। তাই তাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

one pherma

ইবাংলা/জেএন/২৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us