নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-এর মেয়াদ বাড়লো

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় চিত্রশালা গ্যালারিতে নবীন শিল্পীদের বিভিন্ন ধরনের শৈল্পিক শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর মেয়াদ বাড়লো ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত। জাতীয় চিত্রশালার গ্যালারি ২,৩,৪,৫,৬ ও ভাস্কর্য গ্যালারিতে ২৭ জুলাই থেকে ২৫ আগষ্ট ২০২২ পর্যন্ত চলমান ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ সময়সীমা ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এ বছর নবীন (বয়স ২১ থেকে ৩৫ বছর) ১০১৯ জন শিল্পীর ২০৩৮টি শিল্পকর্ম জমা পড়ে। এরমধ্যে থেকে শিল্পকর্ম নির্বাচক মন্ডলী ৩৫৬ জন শিল্পীর ৪২২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম বিদ্যমান।

‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সংযোজন বিশেষ কিউরেটেড প্রদর্শনীর আয়োজন। বিশেষ এ কিউরেটেড প্রদর্শনীর ভাবনা ও পরিকল্পনায় ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

২৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭.০০ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২ এর উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম.এ. মান্নান এমপি প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান ও ফিতা কেঁটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি, শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম এবং চিত্রশিল্পী ড. ফরিদা জামান।

সারাদেশের বিপুল সংখ্যক শিল্পী ও শিল্পরসিক দর্শকবৃন্দের চাহিদার প্রেক্ষিতে সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। করোনা পরিস্থিতির কারণে গ্যালারির পাশাপাশি এ সকল ছবি অনলাইনে একাডেমির ওয়েবসাইট www.shilpakala.gov.bd ভার্চুয়াল ডিসপ্লের মাধ্যমে প্রকাশ করা হবে। এ ছাড়াও প্রদর্শিত ছবিগুলো নিয়ে দৃষ্টিনন্দন ক্যাটালগ প্রকাশ করা হয়েছে।

ইবাংলা/জেএন/২৫ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us