জালিয়াতি করে আসামি মুক্তির অভিযোগে জেল সুপার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :

জামিননামা জাল করে আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার অভিযোগে ১৭ বছর পর হবিগঞ্জের জেল সুপার জাকের হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে ২০০৪ সালে যশোর কারাগারে কর্মরত থাকা অবস্থায় জজকোর্টের জামিন জাল করে জাকের হোসেনের সহায়তায় তিন আসামি কারাগার থেকে বের হয়ে যান।

Islami Bank

১৭ বছর পর ঐ ঘটনার জন্য সাময়িক বরখাস্ত হলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোর জেলা কারাগার থেকে জাল জামিননামা ব্যবহার করে তিনজন আসামি বের হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে জাকের হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

one pherma

সাময়িক বরখাস্তকালে তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক খোরাকি ভাতা পাবেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-১ শাখা) উপ-সচিব তাহনিয়া রহমান চৌধুরী।

টিপি

Contact Us