নড়াইলের জেনারেশন-২১ গরীব শিক্ষার্থীদের প্রতিষ্ঠান

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের প্রতিষ্ঠান জেনারেশন-২১। নড়াইল শহরের রূপগঞ্জ বাণিজ্যিক এলাকার আলতাফ হোসেন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের আয়ের সিংহভাগ টাকা ব্যয় করা হয় গরীব,অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য। বাকি টাকা খরচ করা হয় সামাজিক ও সেবামুলক কর্মকান্ডে।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

রোববার (২৮ আগষ্ট) বিকেলে এ প্রতিষ্ঠানের চলমান বাই ওয়ান-গেট অফারের ভিড় দেখে স্থানীয় সাংবাদিকরা সেখানে গেলে এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব আব্দুল¬াহ আল জাবের জানান, এ প্রতিষ্ঠানটি গড়ে তোলার একমাত্র উদ্দেশ্য ছিল গরীব অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা করা।

one pherma

তৈরী পোষাক বিক্রির প্রতিষ্ঠান জেনারেশন-২১ এ অনেক দূর থেকেও মানুষ কেনা কাটা করতে আসে শুধুমাত্র অসহায় শিক্ষার্থীদের স্বার্থ সুবিধার কথা চিন্তা করে। তাছাড়া অন্য প্রতিষ্ঠানের চেয়ে তুলনামুলক এখানে দাম অনেক কম। তাই প্রতিষ্ঠানটি শুরু থেকেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। মুলত: এটি গরীব শিক্ষার্থীদের প্রতিষ্ঠান।

আরও পড়ুন…ভিনদেশী পোশাকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় উচ্চ আদালতকে স্যালুট জবি শিক্ষার্থীদের

তিনি আরোও বলেন সমাজের বিত্তবান বড় ব্যবসায়ীরা যাতে এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত হন, সেজন্য তিনি এ পদক্ষেপ নিয়েছেন। তিনি গরীব অসহায় শিক্ষার্থীদের স্বার্থে এ প্রতিষ্ঠানের প্রতি সকলের সুদৃষ্টি কামনা করেন।

ইবাংলা/জেএন/২৮ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us