চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের ‘ঢাকা ঘোষণা’
নিজস্ব প্রতিবেদক
চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ গ্রহণের ইতিকর্তব্য সম্পর্কে জ্ঞানভিত্তিক সামজিক আন্দোলনের ২৫ দফা ‘ঢাকা ঘোষণা’ উপস্থাপন করা হয়েছে। ঐতিহাসিক এই ‘ঢাকা ঘোষণা’ মূল বিষয় সাংভাদিকদের সামনে উপস্থাপন করেন জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের (কেবিএসএম) সভাপতি এম এ বার্ণিক।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ঢাকাবিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রোনিক্সদ ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী ওমর ফারুক খোন্দকার, আঞ্চলিক পরিচালক, দক্ষিণ-পূর্বে এশিয়া, সোভারিন সিকিউর, ইউ কে এবং বিটাকপরিচালক ইঞ্জিনিয়ার মুহসিন।
শনিবার (২৭ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবের তোফজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সাংবাদিক সম্মেলনে ঢাকা ঘোষণা উপস্থাপন করা হয়। ২৫ দফা ‘ঢাকা ঘোষনা’য় রয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়ায় সবকিছুৃ অটোমেশনের ফলে, অনেকে পেশা থেকে ঝরে পড়বেন।ফলে সর্ব স্তরের পেশা জীবীদের পেশার সংকট আসন্ন।তাই প্রতিটি প্রতিষ্ঠানের কর্মরতদের আপ-স্কিল করে কিভাবে খাপ খাইয়ে নেয়া যায়, সেজন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।
চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করে প্রযুক্তি-নির্ভর শিক্ষা চালু করার আহব্বান জানিয়ে চলা হয়, শ্রেণি কক্ষ গুলো প্রযুক্তি শিক্ষার উপযোগী করা এবং কারিকুলাম নতুন ভাবে বিন্যাস করা দরকার ।
সমাজের সর্বস্তরের লোকদের সমন্বয় একটি জাতীয় কমিটি গঠন করে শিল্প বিপ্লবের নেতিবাচক দিক মোকাবেলার পরামর্শ দিয়ে বলা হয়, দেশে একটি‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার’প্রতিষ্ঠাকরে উক্ত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে হবে। বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশকে ও ধাপে ধাপে রোবটিক সভ্যতা আত্মস্থ করতে হবে।
সাইবার সিকিউরিটির দুর্বল ব্যবস্থাপনার কারণে অনেক দেশে ফিনেন্সিয়াল ট্রানসেকশন নাজুক অবস্থায় আছে। হ্যাকিং প্রতিরোধ কৌশলে আমরা পিছিয়ে আছি। বিকাশ, নগদ, উপায় প্রভৃতি মাধ্যমে অর্থ লেন দেন অথবা মোবাইল ফোনে কোন কারণে এক জনের টাকা আরেক জনের কাছে চলে গেলে সেই টাকা উদ্ধার করা সম্ভব হয়না।
আরও পড়ুন…বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ: প্রবাসীর বিরুদ্ধে মামলা
তাই এক্ষেত্রে একদিকে নতুন আইন প্রণয়ণ এবং অন্যদিকে চৌকষ বিশেষজ্ঞ নিয়োগ করা অপরিহার্য। বাংলাদেশ ব্যাংক সহ দেশের সকল ব্যাংকের ডিজিটাল রিজার্ভের প্রেটেকশন ওয়াল আরও মজবুত করার জন্য উচ্চ মানের বিশেষজ্ঞ নিয়োগ অপরিহার্য। সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্টের সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে সম্প্রতি প্রধান মন্ত্রী সচিবালয়ের অধীনে প্রতিষ্ঠিত ন্যাশনাল স্কিল্স ডেভোলপমেন্ট অথারিটি (এনএসডিএ) সাথে একটি‘ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাকাডেমি’ (ডিসিএসএ) প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।
তাছাড়া সরকারি ও বেসরকারি যাবতীয় প্রেশাজীবীদের ডাটাবেজ তৈরি করে তাদের পেশাকরি-স্কিলের মাধ্যমে স্বকল্প ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির কর্ম পরিকল্পনা তৈরির লক্ষ্যে একটি‘ন্যাশনাল অ্যাকশন রিচার্স সেন্টার’ (এন এ আরসি) প্রতিষ্ঠার জন্যও প্রস্তাব করা হয়। আই ও টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ন্যানোটেকনোলজির ব্যবহার করে জাতীয়উন্নয়নের রূপরেখা তৈরির উপর গুরুত্ব দিয়ে সর্ব শেষে বলা হয়, “প্রথমে আমরা মানুষ, মানুষের প্রয়োজনে যন্ত্র, যন্ত্রের কাজ হবে মানবতার কল্যাণ”। এভাবেই বিশ্ববাসীর অগ্রযাত্রার শুভপথকে সুশোভিত করতে পারে।
প্রধান অতিথি জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের ২৫ দফা ‘ঢাকা ঘোষণা’ র প্রতিপূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃসাংবাদিক মিজানুর রহমান চৌধুরী, ড. মোমতাজ উদ্দিন আহমদ, ডা. মোক্তাদীর, লেখক ও গবেষক মহিউদ্দিন, ব্যাংকার আব্দুর রাজ্জাক প্রমখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি সৈয়দ নাজমুল আহাস।
ইবাংলা/জেএন/২৮ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.