ইউনিয়ন পরিষদের ২য় ধাপের ভোটগ্রহণ ১১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক :

দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ২য় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর এ । ২য় ধাপের এ ভোট গ্রহণের জন্য ২০টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

বুধবার নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার কমিশনের সভা শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল দায়ের করতে চাইলে তা করতে হবে ২১ থেকে ২৩ অক্টোবর এর মধ্যে, আপিল নিষ্পত্তির জন্য ২৪ ও ২৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, এবং প্রতীক বরাদ্দ করা হবে ২৭ অক্টোবর। সবশেষে ভোটগ্রহণ করা হবে ১১ নভেম্বর।

ইসি সচিব আরো জানান, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।

 

টিপি

Contact Us