সরকারি আর্থিক প্রতিষ্ঠান ‘নগদ’ নিয়ে মিথ্যা তথ্য প্রচার

নিজস্ব প্রতিবেদক:

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কতিপয় মানুষের স্ট্যাটাসে দেখা যাচ্ছে সরকারের মোবাইল ব্যাংকিংয়ের আর্থিক প্রতিষ্ঠান নগদ কর্তৃক অর্থ আত্মসাতের অভিযোগ।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। একটা মিথ্যা বিভ্রাট তথ্য দিয়ে নগতের মতো স্বচ্ছ সেবাকে বঞ্চিত করার অপতৎপরতা সত্যিই দুঃখজনক।

নগদ সারা বাংলাদেশ পোস্ট অফিস এর মধ্য দিয়ে সেবা প্রদান করে যাচ্ছে। এবং দেশের জনগণ আর্থিকভাবে লাভবান হচ্ছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল কে জনবিচ্ছিন্ন করার চক্রান্তে লিপ্ত রয়েছে।

আরও পড়ুন…চীনে সারা বছর হাইড্রোপনিক ঘাস উৎপাদন

বিষয়টির সত্যতা আসলে কতটা জানতে নগদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায় একটা স্বার্থান্বেষী মহল নগর মত স্বচ্ছ সরকারি প্রতিষ্ঠানকে জনগণের সেবা থেকে বঞ্চিত করার চক্রান্তে লিপ্ত।

গত রোববার (২৮ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর অধিদফতর থেকে এ বিষয়ক একটি বার্তাবিবরণী ইস্যু করা হয়।ইস্যু করা এ বার্তায় মন্ত্রী সম্প্রতি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নগদকে ঘিরে বিভ্রান্তিমূলক তথ্যপ্রচারের প্রতিক্রিয়া প্রকাশ করেন।

তিনি বলেন, ‘২০১৯ সালের ২৬ মার্চ থেকেই একটা বিষয় লক্ষ্য করে আসছি, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ, এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ। যেখানে নগদের কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে, সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়?’

তথ্যবিবরণীতে মন্ত্রী মোস্তাফা জব্বার আরও বলেন, ‘যেখানে নগদের কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারল। যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-মহিলা-বয়স্ক বিধবাসহ নিম্ন আয়ের মানুষ ঘরে বসে ডিজিটালি, ১০০ ভাগ স্বচ্ছতার সঙ্গে সমস্ত সরকারি ভাতা পাচ্ছে। তাহলে এতে কার ক্ষতি হলো? এটি স্পষ্ট করে বলা দরকার যে নগদের জন্য ডাক বিভাগের কোনো ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে।’

আরও পড়ুন………তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

মন্ত্রণালয়ের বার্তায় মোস্তাফা জব্বার সুস্পষ্টভাবে উল্লেখ করেন, ‘অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না। নগদের প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সমস্ত আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে, এতে কোনো অনিয়মের স্থান নেই, তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না।’

দেশের জনগণকে প্রতিষ্ঠানটির পাশে থাকতে তিনি বলেন, ‘নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা, দেশের মানুষের জন্য, নগদ এর সঙ্গেই থাকুন।’

দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ডাক বিভাগ ও নগদকে জড়িয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার না করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

ইবাংলা/ মশিউর/২৯ জুলাই,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us