বরগুনায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

বরগুনা প্রতিনিধি:

বরগুনা অগ্নিকাণ্ডে ১২ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে। রবিবার রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার গৌরিচন্না বাজারে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শামীম হোসেন।

Islami Bank

আরও পড়ুন…সরকারি আর্থিক প্রতিষ্ঠান ‘নগদ’ নিয়ে মিথ্যা তথ্য প্রচার

এসময় তিনি জানান, আমারা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে যাই। এরপর বেতাগীর দুইটি ইউনিট এসে আমাদের সঙ্গে যোগ দেয়। ২ ঘন্টা চেষ্টা চালিৈ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমকিভাবে ধারনা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে ২ কোটি ৯৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

one pherma

স্থানীয় ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে আসি গৌরিচন্না বাজারে। এখানে ফার্মেসী, মুদি দোকান, খাবারের দোকান, প্লাস্টিকের দোকানসহ বহু দোকান ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখানকার কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সময়মত না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত।

ইবাংলা/জেএন/২৯ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us