সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। বুধবার (২৯ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

Islami Bank

আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈম-উল হক জানান, বুধবার রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের এক দোকানে বসে কথা বলছিলেন মুহিবুল্লাহ। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি করে। মাস্টার মুহিবুল্লাহর শরীরে তিনটি গুলি লাগে। এসময় দুর্বৃত্তরা মুখে গামছা বাধা অবস্থায় ছিল।

এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানিয়রা গুলিবিদ্ধ অবস্থায় মুহিবুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

one pherma

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস-এর অন্যতম নেতা ছিলেন মুহিবুল্লাহ। মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করছিলেন। তিনি উখিয়ার লম্বাশিয়া ইস্ট-ওয়েস্ট ক্যাম্প-১ এর বাসিন্দা ছিলেন।২০১৯ সালের ২২ আগস্ট রোহিঙ্গা শিবিরে মহাসমাবেশ করে আলোচনায় আসেন মুহিবুল্লাহ।

টিপি

Contact Us