বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা বিএনপি এক বর্নাঢ্যর্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এ সামাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ন-আহবায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ প্রমুখ। এছাড়াও জেলার বামনা,বেতাগী, আমতলী ও তালতলীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
পাথরঘাটায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলা : বরগুনার পাথরঘাটায় পুলিশ প্রহরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে এ কর্মসূচি পালিত হয়। এর আগে সকাল নয়টায় দিকে পাথরঘাটা পৌর ও কলেজ ছাত্রলীগের এক অংশ বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা চালায়। পরে পাথরঘাটা থানা পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে বিএনপি দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নেয়।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমরা দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণভাবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছিলাম। এসময় অতর্কিত ছাত্রলীগের উশৃংখল কিছু সন্ত্রাসী আমাদের অফিসের হামলা চালিয়ে আমাদের নেতা কর্মীদের মারধর করে। পুলিশ তাদের সরিয়ে দিলেও কয়েক দফা হামলা চালায় তারা।
পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি শাহজাদা আহমেদ বলেন প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করার কারন জানতেই আমারা সেখানে অবস্থান নেই। এর চেয়ে বেশি কিছু না।
আরও পড়ুন…হাতিয়াতে ডিজেল জব্দ ও ইয়াবাসহ গ্রেফতার-১
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো ধরনের সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির অফিসের সামনে হাতাহাতির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ একপক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইবাংলা/জেএন/০১ সেপ্টেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.