শুরু হয়েছে চীনের আন্তর্জাতিক সেবা বাণিজ্যমেলা

আন্তর্জাতিক

 

‘চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিস (সিআইএফটিআইএস), ২০২২’ শুরু হয়েছে। ২০১২ সালে প্রথম সিআইএফটিআইএস আয়োজন করা হয়েছিল। শুরু থেকেই এটি বিশ্বে জনপ্রিয়তা পায়। এবারের মেলায় বিশ্বের ৫০০ শীর্ষ প্রতিষ্ঠানের ৪ শতাধিক ও আন্তর্জাতিক নেতৃস্থানীয় বিভিন্ন কোম্পানি অফলাইনে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। গত বারের চেয়ে এবার অংশগ্রহণকারীর সংখ্যা ৩ শতাংশ বেশি।

আরও পড়ুন…….তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

প্রশ্ন হচ্ছে: সিআরএফটিআইএস কেন এতো জনপ্রিয়? সিআরএফটিআইএস আয়োজনের দশ বছর হলো চীনা পরিষেবা বাণিজ্য দ্রুত উন্নয়নের দশ বছর। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনা পরিষেবা শিল্প বৃদ্ধি পায় ১.৪৯ গুণ। পরিষেবা খাতে আমদানি-রপ্তানির বার্ষিক গড় বৃদ্ধির হার ৬.১ শতাংশ, যা গোটা বিশ্বের বৃদ্ধির গতির চেয়ে ৩.১ শতাংশ বেশি। চীনা পরিষেবা বাণিজ্য একটানা আট বছর বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। এ বছরের প্রথমার্ধে চীনা পরিষেবা আমদানি-রপ্তানি বৃদ্ধির হার ছিল ২১.৬ শতাংশ। অনেক বিদেশী প্রতিষ্ঠান সিআরএফটিআইএস’র মধ্য দিয়ে চীনা বাজারে প্রবেশ করেছে।

বর্তমান বিশ্ব কোভিড-১৯ মহামারীর ধাক্কা সামলে নিতে হিমশিম খাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি মন্থর। এর মধ্যেও চীন সিআরএফটিআইএস আয়োজন করেছে। বিদেশী প্রতিষ্ঠানগুলো চীনের পরিষেবা বাজারে প্রবেশ করার জন্য সুযোগ পেয়েছে। এ ছাড়া, চীনা প্রতিষ্ঠানগুলোর জন্যও এই মেলা সুযোগ এনে দিয়েছে।
ইতালির এনগো-র (ENGO) এশিয়া বিক্রয় পরিচালক মাইকেল মেয়ার বলেন, চীনে তাদের ব্যবসা আরও উন্নত হবে বলে তাঁরা আশাবাদী। ভবিষ্যতে তাঁরা চীনে কাজের পরিধি আরও বাড়াতে চায়।

আসলে এই মেলার মাধ্যমে চীন শুধু যে একটি সেতুবন্ধন ও ফ্লাটফর্ম গড়ে তুলেছে তা নয়, বরং একটি উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি করেছে। এটি চীন ও বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য চীনা শক্তি এনে দিয়েছে।
সূত্র:সিএমজি।

ইবাংলা /মআ/১ লা সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us