ক্রমেই বাড়ছে মাদকের বিস্তার

নিজস্ব প্রতিবেদন

লক্ষ্মীপুরে মাদকের ভয়াবহতা বাড়ছে। বিভিন্ন হাট-বাজার ও প্রত্যন্ত পল্লীতে মাদকের রমরমা বাণিজ্য চলছে। এর পেছনে স্থানীয় জনপ্রতিনিধিরাই জড়িত আছে বলে অভিযোগ।

Islami Bank

কিশোর-তরুণসহ সব বয়সীরা মাদকে আসক্ত হয়ে পড়ছে, এতে উদ্বিগ্ন অভিভাবকরা। তাদের দাবি, মাঝে মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালেও মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

আরও পড়ুন…শকুন সংরক্ষণে কতটা সাফল্য পেল বন অধিদফতর?

অভিভাবকদের পাশাপাশি জেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বিগ্ন বিশিষ্টজনরা। এনিয়ে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ হোসেন বলেন, বিভিন্ন অভিযানে মূলত যারা মাদক সেবন করছে তারাই ধরা পড়ছে।

কিন্তু যারা ডিলার বা মাদকের ব্যবসায়ী তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই ব্যবসায়ীদের ধরা গেলেই মাদকের ভয়াবহতা কমানো যাবে বলে মত তার। জেলায় মাদকের বিস্তারের কথা স্বীকার করে পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার বলেন, প্রশাসনের সাহায্যে জেলায় মাদক নির্মূল করা হবে।

one pherma

আরও পড়ুন…পকেটমারের খপ্পরে খোয়া গেল জবি শিক্ষার্থীর ফোন

এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কেউ। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, এ নিয়ে অনেক মামলা রয়েছে, তদন্ত চলছে। আমরা অনেক মাদক সেবনকারীকে গ্রেফতার করেছি। আশা করি দ্রুতই গডফাদারদেরও ধরতে পারবো।

পুলিশ সুপার কার্যালয়ের তথ্যমতে, গত ৬ মাসে মাদকের মামলা হয়েছে ৪০৫টি, আটক হয়েছে প্রায় ৫০০ জন। এ সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে প্রায় কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য।

অন্যিদকে মাদকদ্রব্য অফিস জানিয়েছে, গত ৬ মাসে ৭০টি মাদকের মামলায় ৭১ জন আসামি গ্রেফতার হয়েছে। জব্দ হয়েছে ইয়াবা-গাঁজার মতো মাদকদ্রব্য।

 

ইবাংলা/টিডি/৩ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us