রাজধানীতে ফিল্মি স্টাইলে ছুরিকাঘাত
ইবাংলা ডেস্ক
রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় ছিনতাকারীর ছুরিকাঘাতে তারেকুজ্জামান তারেক (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত তারেক শাহজাদপুর দক্ষিণপাড়া এলাকায় একটি মেসে থাকেন। খাবার সরবারহকারী প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা’য় কাজ করেন তিনি।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
আহত তারেক জানান, রাতে গুলশান এলাকায় কাজ শেষ করে নিজের বাইসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন তারেক। পথে শাহজাদপুর ভোলা মসজিদের সামনে ৪-৫ জন ব্যক্তি তার পথরোধ করেন।
তার কাছে কী আছে দ্রুত বের করে দিতে বলেন ওই ব্যক্তিরা। এ সময় তার পকেটে থাকা প্রতিষ্ঠানের ৫-৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যাবার সময় তারেকের মাথা ও বুকে ছুরিকাঘাত করেন তারা।
আরও পড়ুন…আর নেই গাজী মাজহারুল আনোয়ার
তারেকের বন্ধু মো. খোকন শেখ জানান, রক্তাক্ত অবস্থায় তারেক একাই মেসে যান। তখন তারা তাকে উদ্ধার করে প্রথম ইউনাইটেড হাসপাতালে, সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, তারেকের বুকে ও মাথায় আঘাত রয়েছে।
আরও পড়ুন…বিক্রিকালে ৯ শতাধিক ইয়াবাসহ যুবক আটক
তাকে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর। গুলশান থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ইবাংলা/তরা/৪ সেপ্টেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.