বিকিনি পরে নাচলেন অভিনেত্রী

ইবাংলা প্রতিবেদন

বয়স একটি সংখ্যা মাত্র। তা যেন আবার প্রমাণ করে দিলেন ৫৬ বছর বয়সী সালমা হায়েক। জন্মদিনের গানের সঙ্গে লাল রঙের বিকিনি পরে নেচে ৫৬ বছরকে স্বাগত জানালেন তিনি।

Islami Bank

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জন্মদিন উদ্‌যাপনের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ৭ সেকেন্ডের ওই ভিডিওতে লাস্যময়ী রূপে দেখা গেছে এই অভিনেত্রীকে।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

one pherma

জন্মদিন উদ্‌যাপনে সালমার ছবি দেখে বোঝার উপায়ই নেই, তার বয়স পঞ্চাশের গণ্ডি পেরিয়েছে অনেক আগেই।চোখে রোদচশমা লাগিয়ে সমুদ্র জলযানে সওয়ার হয়ে অনেকটাই ফুরফুরে আমেজে ছিলেন তিনি।

লাল বিকিনি পরা সালমার এক হাতে মোবাইল আর অন্য হাতে টুপি।নেট দুনিয়ায় এই ভিডিও এখন বেশ ঝড় তুলছে তার ভক্ত আর অনুরাগীদের মধ্যে।

ইবাংলা/তরা/৪ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us