গত বছরের তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ১৩ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়েছে। বিষয়টিকে উদ্বোগজনক বলছেন বিশেষজ্ঞরা। সাইবার অপরাধের বয়সভিক্তিক বিশ্লেষণ করে দেখা গেছে, বেশিরভাগ ভুক্তভোগীর বয়স ১৮ -৩০ বছর, যার হার ৮৬ দশমিক ৯০ শতাংশ।
শুক্রবার (১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস আক্টোবর কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সম্মেলনের আয়োজন করে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) বিষয়ক জাতীয় কমিটি ২০২১’।
সংবাদ সম্মেলনে সম্প্রতি স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) প্রকাশিত ‘বাংলাদেশের সাইবার অপরাধ প্রবণতা-২০২১’ শীর্ষক গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়।
মূল গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সংগঠনটির উপদেষ্টা রাশনা ইমাম বলেন, “২০১৯-২০২০ সালে বাংলাদেশে সাইবার অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং বা তথ্য চুর্রি ঘটনা বেড়েছে। এটিএম কার্ড হ্যাকিংয়ের মতো নতুন অপরাধও শনাক্ত হয়েছে।
জরিপে সাইবার অপরাধের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম স্থানে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা, যার হার ২৮ দশমিক ৩১ শতাংশ। ২০১৯ সালে এ হার ছিল ১৫ দশমিক ৩৫ শাতাংশ। যা প্রায় ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।
তবে ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ঘটনা কমেছে।