কষ্ট পেয়েছেন মাহমুদউল্লাহ

ইবাংলা ডেস্ক

হঠাৎ করেই ৪ সেপ্টেম্বর রোববার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিকের বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন দলের আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

Islami Bank

এ ছাড়াও শুভকামনা জানিয়েছেন রুবেল হোসেন।রোববার এক ফেসবুক স্ট্যাটাসে নিজের অবসরের কথা জানান মুশফিক। পোস্টে তিনি জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেও এক দিনের ক্রিকেট, টেস্ট ম্যাচ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

মুশফিকের এমন সংবাদ শুনে মাহমুদউল্লাহ রিয়াদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে রিয়াদ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, আপনার বিদায়ের ঘোষণাটা আমার জন্য হৃদয়বিদারক।

আপনার সাথে টি-টোয়েন্টি খেলতে পেরে আমি বেশ আনন্দিত। আপনার কাজের নীতি সবসময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।’

আরও পড়ুন…দুর্নীতিবাজদের স্থান দেয়া যাবে না আওয়ামী লীগে

one pherma

এদিকে মুশফিকের অবসরের বার্তা জেনে বাংলাদেশের ফাস্ট বোলার রুবেল হোসেন তাকে শুভকামনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ মিস্টার ডিপেন্ডেবল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

কিন্তু এটাও সত্য, আপনাকে বাংলাদেশ মিস করবে।’টি-টোয়েন্টিতে মুশফিক ১০২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯.৪৮ গড়ে তার ক্যারিয়ার শেষ করেন।

আরও পড়ুন…রাজধানীতে ফিল্মি স্টাইলে ছুরিকাঘাত

যেখানে রান সংগ্রহ করেছেন ১৫০০। স্ট্রাইক রেট ১১৫.০৮, আর পঞ্চাশ রানের ইনিংস রয়েছে তার ঝুলিতে মোট ৬টি। বাংলাদেশের জার্সিতে মুশফিক প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ২০০৬ সালে, খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে।

ইবাংলা/তরা/৪ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us