পাকিস্তানি অভিনেত্রীর আর্তনাদ!

অন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বন্যা নিয়ে বলিউডের অস্বাভাবিক নীরবতা লক্ষ করে ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মেহবিশ হায়াত।সম্প্রতি বিধ্বংসী বন্যার মুখোমুখি হয়েছে পাকিস্তান।

Islami Bank

হিমবাহ গলে নজিরবিহীন জলস্রোত কমপক্ষে ১ হাজার ২৬৫ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।ধ্বংস হয়েছে বাড়িঘর, নষ্ট হয়েছে ফসলের মাঠ। এমন পরিস্থিতিতে পাকিস্তানিরা মানবেতর জীবনযাপন করছেন।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

one pherma

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ত্রাণ পাঠাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। অথচ বলিউড নীরব ভূমিকা পালন করছে। তাই বলিউড তারকাদের উদ্দেশে তিনি নেটমাধ্যমে লিখেছেন: ‘রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেন না আপনারা? পাকিস্তানে

দুর্যোগকবলিত ভক্তদের প্রতি যত্ন নিতে পারেন।’পাকিস্তানি অভিনেত্রী মেহবিশ হায়াত আরও বলেছেন, ‘দুর্ভোগ কোনো দেশ, জাতি বা ধর্ম জানে না। একটু হলেও সহৃদয়তা প্রকাশ করুন।’ তার কথায় সম্মতি দিয়েছেন পাকিস্তানবাসীসহ অনেকেই।

ইবাংলা/তরা/৫ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us