বাতিল করা হল ভারত সফর

ইবাংলা প্রতিবেদন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশে ৫ সেপ্টেম্বর সোমবার সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অসুস্থতার কারণে ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল ৫

Islami Bank

সেপ্টেম্বর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন।সূত্র জানায়, ড. এ কে আবদুল মোমেন শারীরিক অসুস্থতার কারণে ভারত সফরে যাননি।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

বেশ কিছুদিন ধরে পররাষ্ট্রমন্ত্রীর নানা ধরনের মন্তব্য বিভিন্ন সমালোচনার জন্ম দেয়। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, সেটি করতে

ভারত সরকারকে অনুরোধ করেছে। তিনি বলেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তার এই বক্তব্য তুমুল সমালোচনার জন্ম দেয়।

আরও পড়ুন…পাকিস্তানি অভিনেত্রীর আর্তনাদ!

one pherma

এরআগে ৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে নয়াদিল্লির উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর

পানিবণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্য সূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরকালে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। করোনাভাইরাস মহামারি

আরও পড়ুন…হাসিনা-মোদি বৈঠকে বিস্ময়কর কিছু ঘটতে যাচ্ছে !

প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালে তার সবশেষ সফরের পর ৫ থেকে ৮ সেপ্টেম্বর তার আসন্ন ভারত সফরের সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

ইবাংলা/তরা/৫ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us