জবি সাদা দলের নেতৃত্বে মোশাররাফ-রইছ

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে।

Islami Bank

কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

আরোও পড়ুন………জবির অনির্বাণ বাসের কাচ ভেঙে আহত ২ শিক্ষার্থী

সোমবার (৫ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

কার্যনিবার্হী পরিষদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া।

কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীনুজ্জামান ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।

one pherma

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির আহমাদ, অর্থ সম্পাদক মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম ও দপ্তর/জনসংযোগ সম্পাদক হয়েছেন অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফীন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ফিনান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কে. এ. এম. রিফাত হাসান।

আরোও পড়ুন……তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

নবগঠিত কমিটি নিয়ে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমরা সকলের সমন্বয়ে কাজ করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলকে আরোও গতিশীল করতে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

ইবাংলা/আরএস/৫ সেপ্টেম্বর,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us