শেষমেষ পাকিস্তানের হাতে ভারতের ভাগ্য

ইবাংলা প্রতিবেদন

সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের পর, শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে একপ্রকার ছিটকে গেছে ভারত। তবে কাগজে-কলমে এখনো টিকে আছে রোহিতদের ফাইনাল খেলার স্বপ্ন।

সে জন্য তাদের শরণাপন্ন হতে হবে পাকিস্তানের।পয়েন্ট আর নেট রান রেটের মারপ্যাঁচে মূলত ভারত এখনো অপেক্ষায় আছে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে ফাইনাল খেলার।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

তবে টুর্নামেন্টে তাদের ফাইনাল খেলার ভাগ্য নির্ভর করছে পাকিস্তানের বাকি থাকা দুই ম্যাচের ওপর।সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ০৭ সেপ্টেম্বর বুধবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

বাবর আজমরা এ ম্যাচ জিতলে সব দরজা বন্ধ হয়ে যাবে ভারতের। শ্রীলঙ্কার সঙ্গে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

আরও পড়ুন…কার পক্ষে তুরস্ক?

তবে পাকিস্তান যদি ম্যাচটি হেরে যায়, তাহলে ভারত টিকে থাকবে টুর্নামেন্টে। রোহিতরা ফাইনাল খেলতে চাইলে অবশ্য পাকিস্তান শুধু আফগানিস্তানের বিপক্ষে হারলেই হবে না।

ভারতকে প্রার্থনা করতে হবে বাবররা যেন শ্রীলঙ্কার বিপক্ষেও হারে। অন্যদিকে কোহলি-রোহিতদের বড় ব্যবধানে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সুপার ফোরের শেষ ম্যাচে।

আরও পড়ুন…তিস্তাসহ সকল অমীমাংসিত সমস্যা শিগগিরই সমাধান

তখন সমান ২ পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে থাকবে পাকিস্তান, ভারত ও আফগানিস্তান।নেট রান রেটে এগিয়ে থাকায় সে দৌড়ে ভারত থেকে পিছিয়ে পড়বে আফগানিস্তান। আর পর পর দুই ম্যাচ হেরে বাজে রান রেট নিয়ে পাকিস্তানও বিদায় নেবে আসর থেকে।

ফাইনাল খেলবে ভারত ও শ্রীলঙ্কা। এসব সমীকরণে চোখ রাখার আগে অবশ্য চোখ রাখতে হবে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচে। কারণ এই এক ম্যাচেই নির্ভর করছে টুর্নামেন্টের বাকি গল্প।

আরও পড়ুন…গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মার ভাঙন

বাংলাদেশ সময় রাত ৮টায় রশিদ-মুজিবদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবেন বাবর-রিজওয়ানরা।২ ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরের পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান শ্রীলঙ্কার।

নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। দুই ম্যাচ খেলা ভারত আর এক ম্যাচ খেলা আফগানিস্তান এখনো পায়নি পয়েন্টের দেখা।

ইবাংলা/তরা/৭ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us