যমুনার ভাঙনে দিশেহারা মানুষ

নিজস্ব প্রতিনিধি

নদীর পানি বাড়ছে যমুনার । এতে সিরাজগঞ্জে নদী র্তীরবর্তী শাহজাদপুর উপজেলার জালালপুরসহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হয়ে গেছে বসতবাড়ি, গাছপালা, ফসলি জমিসহ বহু স্থাপনা নদীতে ।

Islami Bank

ভিটেমাটি হারিয়ে দিশেহারা বাসিন্দারা।পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।জানা গেছে, গত কয়েকদিন ধরে পানি বাড়ছে যমুনা নদীতে।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের জালালপুর, আরকান্দি, ব্রাহ্মণগ্রাম, বাঐখোলা, পাকুরতলা, ঘাটাবাড়ি, পাঁচিলসহ বেশ কয়েকটি গ্রামে। এসব এলাকায় নদীতে বিলীন হয়ে গেছে বসতবাড়ি, গাছপালা, ফসলি

জমিসহ বহু স্থাপনা।ঘর, আসবাবপত্র, সহায়সম্বলসহ পরিবার-পরিজন নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন এস্ এলাকার বাসিন্দা। ভিটেহারা অনেকে ঘরবাড়ি, আসবাবপত্র আর গবাদিপশু নিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।

one pherma

আরও পড়ুন…শেষমেষ পাকিস্তানের হাতে ভারতের ভাগ্য

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এ ভাঙনের কবলে পড়তে হয়েছে তাদের।পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিলটন হোসেন বলেন, নদীর ডান তীর সংরক্ষণের কাজ চলমান

রয়েছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদীতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুর এলাকায় যমুনার ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। যার প্রকল্প ব্যয় ৬৪৭ কোটি টাকা।

ইবাংলা/তরা/৭ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us