বান্দরবান পাবত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন কাযালয়ের মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিরুল্লাহ বিন্দুর এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। সম্মেলন উদ্ধোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ।
আরও পড়ুন…চার ঘন্টায়ও ডাক্তার আসেনি,অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামী লীগর সভাপতি অধ্যাপক সফিউল্লাহ,জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী,সদস্য আলম কোম্পানী,নাইক্ষংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, প্রধান বক্তা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন।
আরও পড়ুন…উত্তাল নোয়াখালী মেডিকেল কলেজে
১৯৪৮ সালের ৪জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর সর্বপ্রথম মাতৃভাষা বাংলার জন্য সংগ্রাম করেছিল, আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জল ভুমিকা ছিল। এসময় তিনি আগামীদিনেও ছাত্রলীগের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহবান জানান।
ইবাংলা/জেএন/০৭ সেপ্টেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.