জবিতে বায়োটেকনোলজি কুইজ-২০২২ এর রেজিস্ট্রেশন চলছে

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ক্লাব “বায়োটেকনোলজি কুইজ ২০২২” এর ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালইয়ের লাইফ এন্ড আর্থ সাইন্স এর শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই কুইজ ১৯ সেপ্টেম্বর বেলা ১ টায় অনুষ্ঠিত হবে।

Islami Bank

কুইজ প্রতিযোগিতার জন্য তারা আকর্ষনীয় পুরষ্কারের ঘোষণা করেছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীর জন্য প্রাইজমানি হিসাবে রাখা হয়েছে ২ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য প্রাইজমানি রাখা হয়েছে যথাক্রমে ১০০০ টাকা ও ৫০০ টাকা। তাছাড়া সেরা ১০ জন প্রতিযোগীর জন্য সম্মানীয় স্মারক ও সার্টিফিকেট এর ব্যবস্থা করা হয়েছে।

লাইফ ও আর্থ সায়েন্স এর জন্য আয়োজিত এই অনুষ্ঠানে লাইফ ও আর্থ সাইন্স এর প্রতিটি বিষয় থেকে প্রশ্নের ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযুদ্ধ, সাধারণজ্ঞান, বায়োটেকনোলজি, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জুওলজি, বোটানি, জিওগ্রাফী এন্ড ইনভায়রনমেন্ট সাইন্স ও সাইকোলজি বিভাগ থেকে ৫ টি করে মোট ৫০ টি প্রশ্ন করা হবে।প্রতিটি প্রশ্নের মান ১ হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।

প্রতিযোগিতার জন্য রেজিসট্রেশন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনলাইনে ও অফলাইনে দুইভাবেই রেজিসট্রেশন এর ব্যবস্থা রাখা হয়েছে। অফলাইনে ক্যাম্পাসের শান্ত চত্ত্বরে ১১ টা থেকে বুথ খোলা থাকে।

one pherma

আরোও পড়ুন…শাহীন চেয়ারম্যানকে গ্রেফতারসহ দশ দফা দাবিতে জবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScdg315Ii50dpzYnKvsMO0oPEjEzcBXSi-YeUSoGZ68Wz5EnA/viewform এই ঠিকানায় গিয়ে অনলাইনে রেজিট্রেশন করা যাবে। রেজিট্রেশন এর শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, ২০২২।

ইবাংলা/আরএস/১২ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us