মোংলা বন্দরে জাহাজের নতুন রেকর্ড

ডেস্ক রিপোর্ট

মোংলা বন্দরের ইতিহাসে প্রথমবারে মতো সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন কনটেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও বন্দর জেটিতে ভিড়েছে।

Islami Bank

চীন থেকে আসা এ জাহাজটি সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভেড়ে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয় কনটেইনার খালাসের কাজ। বুধবার (১৪ সেপ্টেম্বর) আবার চীনের উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি।

আরও পড়ুন…ঠাকুরগাঁওয়ে তেঁতো করলা চাষে কৃষকদের মুখে মিষ্টি হাসি

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাহিদ হোসেন জানান, ২৫ আগস্ট চীনের সাংহাই বন্দর থেকে কনটেইনার বোঝাই করে জাহাজটি ছেড়ে আসে। এরপর তাইওয়ান ও মালয়েশিয়া হয়ে সোমবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভেড়ে। ১৮৬ মিটার লম্বা এ জাহাজটির গভীরতা ৮ মিটার। এটি বন্দরের ইতিহাসে সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন। জাহাজটিতে সাত হাজার ২৪১ মেট্রিক টন ওজনের বিভিন্ন পণ্যবোঝাই ২৮৯টি কনটেইনার এসেছে।

বন্দর সূত্র জানায়, ১৯৫০ সালের ১১ ডিসেম্বর মোংলা বন্দরের যাত্রা শুরু হয়। তবে বন্দরে কনটেইনারবাহী জাহাজ আগমন ও পণ্য বোঝাই-খালাস শুরু হয় ১৯৮৫ সালের নভেম্বর থেকে। কিন্ত ৮ মিটার ড্রাফটের জাহাজ এর আগে কোনোদিন বন্দরে ভেড়েনি। আগে যেসব জাহাজ এসেছে তার সবগুলোই ছিল ৭ মিটার গভীরতা সম্পন্ন কনটেইনার জাহাজ।

one pherma

আরও পড়ুন…নড়াইল জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সুবাস, স্বতন্ত্র প্রার্থী লিটু

সৈয়দ জাহিদ হোসেন বলেন, মূলত বন্দর চ্যানেলের আউটার বারের ড্রেজিং সম্পন্ন ও ইনার বারে ড্রেজিং চলার কারণেই আট মিটার গভীরতার এ জাহাজটি সরাসরি বন্দর জেটিতে আসতে পেরেছে। এটা বন্দরের জন্য একটা ইতিহাস ও বিশাল অর্জন বলে মনে করেন তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা বলেন, এখন থেকে এ বন্দরে বড় বড় অধিক গভীরতা সম্পন্ন জাহাজ অনায়াসে আসা-যাওয়া করতে পারবে। এখানে সেই ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়েছে।

ইবাংলা/জেএন/১২সেপ্টেম্বর,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us