পরাণে মাতলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজনে ‘আমাদের সিনেমা’ উৎসবে বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১ ঘটিকায় রায়হান রাফি পরিচালিত বাংলা সিনেমা ‘পরাণ’ প্রদর্শনী হয়। এতে কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রায় ৪শতাধিক দর্শকের সমাগম হয়।

Islami Bank

আরও পড়ুন…বেসরকারি শিক্ষকদের আর্থিক সুবিধা দেয়া প্রশ্নে হাইকোর্টের রুল

তিনদিন ব্যাপী চলা ‘আমাদের সিনেমা’র শেষ আকর্ষণ ছিল পরাণ। শরিফুল ইসলাম রাজ ও বিদ্যা সিনহা সাহা মীম অভিনীত এই সিনেমা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মাতিয়ে ফেলেছে। দর্শকদের প্রশংসায় পঞ্চমুখ টিম পরাণ। জবি ১৩ ব্যাচের শিক্ষার্থী নীলা বলেন, রাজের অসাধারণ অভিনয় পুরো সিনেমায় প্রাণ সঞ্চার করেছে।

one pherma

আয়োজকদের পক্ষ থেকে জবি ফিল্ম সোসাইটির সভাপতি আরফাত আমান বলেন, শিক্ষার্থীদের মাঝে বাংলা সিনেমার প্রীতি গড়ে তুলতে আমরা নামমাত্র মূল্য মাত্র ৩০ টাকায় সবাইকে সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছি। সবাই মিলে দল বেঁধে সিনেমা দেখার অভ্যাস গড়ে তুলতে আমাদের এরুপ আয়োজন। এবং পরানের শোতে দর্শকরা জায়গা না পেয়ে ফ্লোরে বসেও সিনেমা দেখেছে। শিক্ষার্থীদের প্রবল উৎসাহ আমরা লক্ষ্য করেছি। শিক্ষার্থীদের এরুপ উৎসাহ আরও দারুণ সব আয়োজন করার উৎসাহ যোগায় আমাদের।

ইবাংলা/জেএন/১৪ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us