রাজধানীতে হকারদের সঙ্গে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সংঘর্ষ

ইবাংলা প্রতিবেদক

রাজধানীর পল্টনে হকারদের সঙ্গে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Islami Bank

আহতদের মধ্যে চারজনই তৃতীয় লিঙ্গের। তারা হলেন- রশিয়া (১৮), কমলা (১৯), লিজা (২০) ও রুমি (২১)। অন্যদিকে হকারদের মধ্যে আহতরা হলেন- আব্দুল আজিজ হাবিব (২৫) মো. ফেরদৌস (২১)।

আরও পড়ুন…আমান ফিডের ৩৮৫ কোটি টাকা ঋণ

আহত কমলা অভিযোগ করে জানান, তারা পল্টন মোড়ে একটি ভ্রাম্যমাণ খাবারের দোকানে খাবার খেতে যান। তখন হকাররা সেখানে বসে খাবার খাচ্ছিলেন। তাদেরকে দ্রুত খাবার খেয়ে সেখান থেকে উঠে যেতে বলেন তারা। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

one pherma

আহত হকার আদিজ মিয়ার অভিযোগ, এক রিকশার যাত্রী কাছ থেকে তারা দশ টাকা দাবি করেন। তখন ওই রিকশা আরোহী ভাংতি টাকা না থাকায় একশ টাকার নোট দেন এবং বাকি ৯০ টাকা ফেরত চান। তবে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা পুরো টাকাই নিয়ে যাচ্ছিলেন। তখন আদিজ প্রতিবাদ করায় তারা উত্তেজিত হয়ে যান এবং আজিজ মিয়াকে মারধর শুরু করেন। দেখতে পেয়ে আশপাশে থাকা অন্য হকাররা এসে বাধা দিলে দুই পক্ষের মারামারি হয়।

আরও পড়ুন…সিইসির অনুপস্থিতিতে দায়িত্ব পালনে আহসান হাবিব

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তৃতীয় লিঙ্গের চারজন ও দুই হকার আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের অবস্থা গুরুতর নয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি পল্টন থানা পুলিশকে জানানো হয়েছে।

ইবাংলা/জেএন/১৫ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us