আলমডাঙ্গা পৌর সেচ্ছা‌সেবক লী‌গ শীর্ষ নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর সেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার গো‌বিন্দপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আল ইমরান গো‌বিন্দপুর গ্রামের জুড়ন আলীর ছেলে।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আল ইমরান গো‌বিন্দপুর মাঠপাড়ার ব্যাংকার ফকরু‌লের বা‌ড়ির সামনে বসে ছিল।এ সময় এক‌টি মোটরসাই‌কেল যোগে ৩ জন দুর্বৃত্ত এসে তাকে ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতা‌লের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

one pherma

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, পূর্ব শক্রতার জেরে আল ইমরান‌কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।এতে অতিরিক্ত রক্তক্ষণে তার মৃত্যু হয়।আসামিদের সনাক্ত করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

ইবাংলা/টিএইচকে/১৬সেপ্টেম্বর,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us