বিসিএল টুর্নামেন্টের আলোচনায় মাঠ

ইবাংলা ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিসিএল) দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। কয়েক বছর ধরে এই লিগ আলোচনায় ফিক্সিং ইস্যুতে। এবার এই লিগে খেলার দলগুলোকে নিয়ে হচ্ছে অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্ট।

আগামী মঙ্গলবার প্রথমবারের মতো বিসিএলের দলগুলো নিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে। বাফুফে ভবনসংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ ও পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে এই খেলা। বাফুফে টার্ফ অতি ব্যবহারে অনেকটা রুগ্ন পরিস্থিতি।

আরও পড়ুন…টাঙ্গাইলে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

এই ঝুকিপূর্ণ টার্ফে খেলা হওয়ার কারণ সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘এই মুহূর্তে প্রথম ও দ্বিতীয় বিভাগ চলছে কমলাপুর স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগের অনুর্ধ্ব ১৮ লিগ হচ্ছে অন্য দু’টি ভেন্যুতে। এই দু’টি ছাড়া তেমন বিকল্প নেই।’

টুর্নামেন্ট শুরুর আগে এই দুই মাঠের প্রয়োজনীয় সংস্কার ও পরিচর্যা করার আশ্বাস দিয়েছে ফেডারেশন। ঘরোয়া ফুটবলে মাঠ সংকট অনেক। মাঠ নিয়ে প্রশ্নও উঠে প্রায়। বাফুফের গত তিন মেয়াদে গ্রাউন্ডস কমিটি থাকলেও এই মেয়াদে নেই গ্রাউন্ডস কমিটি।

চ্যাম্পিয়নশিপ লিগের ১১ দল দুই গ্রুপে খেলবে। এক গ্রুপে পাঁচটি আরেক গ্রুপে ছয়টি দল। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। আজ বাফুফে ভবনে চ্যাম্পিয়নশিপ লিগের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে বাফুফে ও ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/১৮ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us