রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি , তীব্র যানজট

ইবাংলা প্রতিবেদন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি। রাজধানীর পল্লবীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির চলমান কর্মসূচিতে হামলার প্রতিবাদে এই সমাবেশ করছে দলটি।

Islami Bank

পল্লবী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দেড় শ জনকে আসামি করে মামলা করেন। মামলায় পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও জখমের অভিযোগ আনা হয়।

আরও পড়ুন…বিসিএল টুর্নামেন্টের আলোচনায় মাঠ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে রোববার (১৮ সেপ্টেম্বর )বেলা তিনটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিচ্ছেন।

সমাবেশে আসা দলটির নেতা-কর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

one pherma

নয়াপল্টনে বিএনপির সমাবেশের প্রভাব আশপাশের এলাকার সড়কে পড়েছে। সরেজমিনে দেখা যায়, কাকরাইল মোড় থেকে পল্টন মোড়, দৈনিক বাংলা থেকে ফকিরাপুল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলমান এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান সমাবেশে সভাপতিত্ব করছেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক।

আরও পড়ুন…টাঙ্গাইলে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

বিএনপির সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কাকরাইলের নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায় প্রিজন ভ্যান, এপিসি ও জলকামান রাখা হয়েছে।

ইবাংলা/জেএন/১৮ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us