নড়াইলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সম্মেলন অনুষ্ঠিত

 নড়াইল প্রতিনিধি

নড়াইলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) দ্বিতীয় জেলা সম্মেলন হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা এনডিএফ’র আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা এনডিএফ’র সভাপতি আকতার হোসেন।

Islami Bank

আরও পড়ুন…সাফ নারী ফুটবলে লাল সবুজের কাছে হিমালয়ের পরাজয়

অনুষ্ঠানের উদ্বোধন করেন এনডিএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, এনডিএফ’র মাগুরা জেলা আহŸায়ক সুনিল সরকার।

one pherma

যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ বিশ্বাস, মাগুরা জেলা কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান। বক্তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে সৃষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যাসহ বৈশ্বিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন। দেশে সৃষ্ট অর্থনৈতিক সমস্যার নানান দিক নিয়ে সমালোচনা করেন।

ইবাংলা/জেএন/১৯ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us