বশেমুরবিপ্রবি পিরোজপুরের প্রথম উপাচার্যের সাথে জবিরিইউর শুভেচ্ছা বিনিময়

জবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি, পিরোজপুর) প্রথম উপাচার্য হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.কাজী সাইফুদ্দীনকে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৮ সেপ্টেম্বর (রোববার) উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন বিষয়টি নিশ্চিত করা হয়।

Islami Bank

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সভাপতি আবু হানিফ সহ অন্যান্য সদ্যস্যরা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরোও পড়ুন…বশেমুরবিপ্রবি পিরোজপুরের প্রথম উপাচার্য জবি অধ্যাপক সাইফুদ্দিন

এসময় সদ্য নিয়োগপ্রাপ্ত বশেমুরবিপ্রবি (পিরোজপুর) উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এর কাছে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় নিজের অভিমত জানতে চাইলে তিনি জানান, এটা একটা বিশাল দায়িত্ব পাশাপাশি একটা চ্যালেঞ্জ।

one pherma

উপাচার্য হিসেবে প্রথমে কোনদিকে নজর দিবেন জানতে চাইলে তিনি জানান সবার আগে প্রশাসন দাঁড় করাতে হবে তার জন্য ঢাকায় ও পিরোজপুরে দুটি অফিস খুলতে হবে। এরপর জমি অধিগ্রহণ সহ যাবতীয় কাজে অগ্রসর হতে হবে।

আগামী বছর থেকে একাডেমি কার্যক্রম চালু করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মো. আবদুল হামিদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইবাংলা/আরএস/১৯ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us