নোয়াখালীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃত মো. পাভেল হোসন (২৫) কুমিল্লা জেলা সদরের পাচথুবী ইউনিয়নের কেরানীনগর মৃত মোহন মিয়ার ছেলে।

Islami Bank

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চাষীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোনাইমুড়ীর চাষীরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড চাষীরহাট বাজার এলাকা থেকে ফেন্সিডিল বিক্রয় করার সময় মাদক কারবারি পাভেল গ্রেফতার করা হয়।

one pherma

এসময় তার নিকট থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় এক লক্ষ আশি হাজার টাকা। এ ঘটনায় সোইমুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে সোমবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ইবাংলা/জেএন/২৬ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us