ছুটির আগে তিনটি সংবর্ধনা গ্রহণ করবেন সাবিনারা

ইবাংলা ডেস্ক

২৮ সেপ্টেম্বর সাফ জয়ী সাবিনা খাতুনরা ছুটিতে যাবেন। এই ছুটিতে যাওয়ার আগে তিনটি সংবর্ধনা গ্রহণ করবেন তারা। ২৬ সেপ্টেম্বর সোমবার একটি ও আগামীকাল মঙ্গলবার দুটি সংবর্ধনা পাবেন তারা। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শহীদ মিনারে সাংস্কৃতিক জোট এক সংবর্ধনার আয়োজন করেছে। আজকের সংবর্ধনা শেষ করে আগামীকাল দুটি সংবর্ধনা নেবেন সাবিনারা।

Islami Bank

আগামীকাল বিকেল পাঁচটায় রূপায়ন সেন্টারে রূপায়ন গ্রুপ তাদের কার্যালয়ে সাফ জয়ীদের সংবর্ধিত করবে। সেই সংবর্ধনার পরপরই সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্স রয়েছে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সাবিনারা ১ কোটি টাকা অর্থ পুরস্কারও পাবেন।

one pherma

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাফুফের দুই শীর্ষ কর্মকর্তা আব্দুস সালাম মুর্শেদী ও আতাউর রহমান মানিক ৫০ লাখ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই অর্থ হস্তান্তর অনুষ্ঠান সাবিনারা ছুটি থেকে ফিরে হওয়ার সম্ভাবনা বেশি।

ইবাংলা/জেএন/২৬ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us