পার্টটাইম চাকরির ব্যবস্থা করবে জবি প্রশাসন

জবি প্রতিনিধি:

উন্নত দেশের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঘণ্টা অনুযায়ী পার্টটাইম চাকরি দেবার পরিকল্পনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রাজধানীতে ব্যয়বহুল জীবনমান ও আবাসন সংকট বিবেচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অর্থ উপার্জনক্ষম করে তুলতে এমন সিদ্ধান্ত নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Islami Bank

সোমবার (২৬ সেপ্টেম্বর) পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) ৩৯ তম ব্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে সুপারিশপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তিনি জানান, আমাদের পরিকল্পনা আছে, শিক্ষার্থীরা যেন বাইরের দেশের মতো ঘণ্টা অনুযায়ী পার্টটাইম চাকরি করতে পারে। কারণ অনেক শিক্ষার্থী আছে, যারা টিউশন পায় না, আর্থিক অবস্থা খারাপ। তাদেরকে যদি পার্ট টাইম চাকরির সুযোগ করে দেয়া যায়, তাহলে অন্তত তাদের থাকা-খাওয়ার আর্থিক যোগান হবে।

আরোও পড়ুন…তিন পেরিয়ে উদ্যোক্তা ইরার “কাঠপোকা”

one pherma

উদাহরণ দিতে গিয়ে উপাচার্য বলেন, আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে লোকবল সংকট আছে। এমন বিভিন্ন সেক্টরে যদি ঘণ্টা অনুযায়ী পার্টটাইম চাকরির ব্যবস্থা করা যায়, তাহলে শিক্ষার্থীদের উপকার হবে।

তবে কবে থেকে এই প্রক্রিয়া চালু হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে এখনো কিছু বলা হয়নি।

ইবাংলা/আরএস/২৬ সেপ্টেম্বর,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us