ডিজিটাল প্লাটফর্মে সুলতান মাহমুদের ‘সহজে পাওয়া প্রেম’

বিনোদন প্রতিবেদক

দেশ-বিদেশের জনপ্রিয় সব ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাচ্ছে কণ্ঠশিল্পী সুলতান মাহমুদের নতুন গান।  বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ‘সহজে পাওয়া প্রেম’ শিরোনামের এই গানটির একটি ভিডিও শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে।

একইসঙ্গে অ্যামাজন, অ্যাপল মিউজিক, স্পটিফাই, জিওসাভান, গানাসহ জনপ্রিয় সব প্লাটফর্মে শুনতে পাবেন শ্রোতারা। গানটির সঙ্গীতায়োজন করেছেন নুর আলী অন্তর। গানের কথা লিখেছেন প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি। সুর করেছেন শিল্পী নিজেই।

আরও পড়ুন…বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যহত

কণ্ঠশিল্পী সুলতান মাহমুদ বলেন, আমার নতুন এই গানটি দর্শক-শ্রোতাদের ভিন্ন এক অনুভ‚তি দেবে। আশা করি, সঙ্গীতপ্রিয় মানুষের মনে গেঁথে থাকবে গানটি। শিল্পী সুলতান মাহমুদের সংগীতে পথচলা শুরু ২০১২ সালে। ওই বছরই প্রকাশিত হয় তার প্রথম গান ‘আমার এক জীবন’। এর পর দশটি একক ও দুটি দ্বৈত গান বাজারে আসে।

ক্লোজআপ তারকা লিজার সঙ্গে ‘হৃদয় জানালা’ ও নিশিতা বড়ুয়ার সঙ্গে ‘স্বপ্ন এঁকে দেব’ শিরোনামের গানে কণ্ঠ মিলিয়েছেন সুলতান মাহমুদ। নিশিতা-সুলতানের ‘স্বপ্ন এঁকে দেব’ গানটি বেশ প্রশংসিত হয়।

২০২০ সালে করোনা মহামারিতে প্রকাশিত হয় সুলতান মাহমুদের ‘ভালোবাসে কে’ শিরোনামের একটি গান। গানটির মিউজিক ভিডিও রিলিজ হয়। গানটি ইন্ডিয়ান স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে টপ চার্টে স্থান পায়। ইন্ডিয়ান গানা প্ল্যাটফর্মে গানটি বর্ষসেরা বাংলা গানের তালিকায় স্থান পায়।

চলতি বছর ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী রূপক তিয়ারির সংগীতায়োজনে সুলতান মাহমুদের ‘যদি তুমি চলে যাও’ রিলিজ হয়। এছাড়া সাংবাদিক এন আই বুলবুলের কথায় ও নুর আলী অন্তরের সংগীতায়োজনে ‘নিখোঁজ’ শিরোনামের গানটিও প্রশংসিত হয়েছে।

ইবাংলা/বায়েজিদ/২৯সেপ্টেম্বর,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us