বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ইবাংলা প্রতিবেদন

রাজধানীতে বালতির পানিতে পড়ে আবদুর রহমান নামে এক শিশুর মৃত্যু । শিশুর বাবা মো. শাকিব জানান, তার স্ত্রী বাসায় অন্য কাজে ব্যস্ত ছিলেন। কোনো এক ফাঁকে তাদের একমাত্র সন্তান আবদুর রহমান বাথরুমে ঢুকে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে যায়। সেখান থেকে শিশুটি আর উঠতে পারেনি। শনিবার দুপুরে যাত্রাবাড়ীর কাজলায় এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন…ছোটন-কৃষ্ণাকে টাঙ্গাইল স্টেডিয়ামের রাজকীয় সংবর্ধনা

তিন বছর বয়সী আবদুর রহমান বাসার বাথরুমে রাখা পানি বোঝাই বালতিতে পড়ে যায়। শিশুটির বাবা মো. শাবিক সেখান থেকে উদ্ধার করে সন্তানকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এখানে বেলা পৌনে ২টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

one pherma

মো. শাকিবের বাড়ি কুমিল্লার দেবিদ্ধারে। তিনি জানান, তার স্ত্রী বাসায় অন্য কাজে ব্যস্ত ছিলেন। কোনো এক ফাঁকে তাদের একমাত্র সন্তান আবদুর রহমান বাথ রুম ঢুকে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে যায়। সেখান থেকে শিশুটি আর উঠতে পারেনি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা/জেএন/০১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us