ছোটন-কৃষ্ণাকে টাঙ্গাইল স্টেডিয়ামের রাজকীয় সংবর্ধনা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে নিজ জেলা টাঙ্গাইলে ফিরেছেন স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকার ও কোচ গোলাম রাব্বানী ছোটন। এলাকায় ফিরেই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন কোচ-স্ট্রাইকার যুগল।

Islami Bank

শনিবার (১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলার দুই কৃতি সন্তানের সম্মানে সংবর্ধণা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. মো. আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

আরও পড়ুন…ত্রিলোকের আয়োজনে কবি নূরুল হুদার জন্মদিন

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু, যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান সুখনসহ সামাজিক, রাজনৈতিক এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

one pherma

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণাকে দুই লাখ এবং কোচ ছোটনকে এক লাখ টাকা উপহার দেয়া হয়। জেলা পুলিশ সুপার এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্যের পক্ষ থেকেও বিপুল পরিমাণ অর্থ পুরষ্কার পেয়েছেন তারা।

জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক স্বর্ণের চেইন উপহার দিয়েছেন কৃষ্ণা ও ছোটনকে। সবশেষে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদের পরিবার ও কৃষ্ণার স্কুল কোচ গোলাম রায়হান বাপনকে উপহার দেয়া হয়েছে।টাঙ্গাইল স্টেডিয়ামের রাজকীয় সংবর্ধনা শেষে একই দিন বিকেলে গোপালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণা ও ছোটনকে সংবর্ধনা দেয়া হয়।

ইবাংলা/জেএন/০১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us