ফুটবল খেলার মাঠে সংঘর্ষে ১২৯জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় একটি স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে ১২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। শনিবার (১ অক্টোবর) দেশটির পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে এক সহিংসতায় এ হতাহতের ঘটনা ঘটেছে। রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Islami Bank

আরও পড়ুন…বিশ্বকাপ ফুটবল শুরুর কয়েক সপ্তাহ বাকী এই মুহূর্তে ফর্ম হীনতায় ইউরোপীয় জায়ান্টরা

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্যমতে, আরেমা এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচে আরেমা ২-৩ গোলের ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় হাজার হাজার ভক্ত মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এমনকি মাঠে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। পরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়।

one pherma

সংঘর্ষ থামার পর ঘটনাস্থলে হাজার হাজার পরিত্যক্ত জুতা পড়ে থাকতে দেখা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকার পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন। সূত্র : বিবিসি বাংলা

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us