ইলিশ রপ্তানির মেয়াদ বাড়ল

ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ বাড়িয়েছে সরকার। পূজা উপলক্ষে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে ইলিশ রপ্তানির মেয়াদ। সোমবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

Islami Bank

গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়, যা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যমান ছিল। নতুন বিজ্ঞপ্তির ফলে ইলিশ রপ্তানির মেয়াদ আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ল।

বাণিজ্য মন্ত্রণালয় দেশের ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। আজ নতুন করে আরও ৮টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

one pherma

গত বছরও দুর্গাপূজার সময় বাণিজ্য মন্ত্রণালয় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।

ইবাংলা/এমডিটি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us