মধুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নব নির্মিত মসজিদ ভবনের উদ্ধোধন

মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন ফাউন্ডেশনের এক তলা নব নির্মিত মসজিদ ভবনের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) যোহর নামাজ আদায় করার মধ্যে দিয়ে উদ্ধোধনের পরে মুসুল্লিদের খুলে দেয় হয়েছে।

১০০ শয্যা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের নেতৃত্বে হাসপাতালের স্টাফ, মসজিদ কমিটি ও সকলের সহযোগিতায় প্রায় দুই বছরে তিন তলা ফাউন্ডেশনের কাজ শুরু করে এক তলার কাজ শেষ করা হয়। মসজিদের কাজে সহযোগিতার জন্য ডা. সাইদুর রহমান সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুন…জাতীয় দিবসে চীনাদের ‘দ্বিতীয় শত বছর’ সংগ্রামের লক্ষ্য নিয়ে আলোচন

মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসে মনোরম পরিবেশে নতুন ভাবে ফাউন্ডেশনে নির্মিত মসজিদ ভবনের উদ্ভোধন করেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান।

মধুপুর বাসস্ট্যান্ড মসজিদের ইমাম হাফেজ মওলানা মীর আব্দুল ওয়াহাব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মসজিদ কমিটির সহ সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারী ডা: কামরুজ্জামান সবুজ সহ মসজিদ কমিটির সদস‍্যও মুসল্লীরা উপস্থিত ছিলেন ।

ইবাংলা/জেএন/০৭ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us