ডেঙ্গু রোগী ভর্তি ২০ হাজার ছাড়ালো, এ পর্যন্ত মৃত্যু ৭৬

ডেস্ক রিপোর্ট

একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৭৬ জন। এর মধ্যে অক্টোবরে মারা গেছেন ৭ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Islami Bank

এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৬৪ জন। সরকারি হিসাবে দেশে অক্টোবরের ১০ দিনে ১ হাজার ৯৩২ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

one pherma

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৬৭ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৭৯৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৭২ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ১২৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৯ হাজার ৮৬ জন।

Contact Us