‘থিয়ানকুং ক্লাস’-এর তৃতীয় পাঠ বেইজিং সময় ১২ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হয়। মহাকাশকেন্দ্র থিয়ানকুং-য়ের চীনা নভোচারী ছেন তং, লিউ ইয়াং ও ছাই স্যু চে পৃথিবীর কিশোর-কিশোরীদের জন্য মহাকাশ থেকে এ বিশেষ ক্লাস পরিচালনা করেন।
আরও পড়ুন…চাকরিরসুযোগ দিচ্ছে ডিজিকন
চীনা নভোচারীরা এবারই প্রথম ওয়েনথিয়ান মহাকাশ-গবেষণাগার থেকে ক্লাস নিলেন। ৫০ মিনিটের ক্লাসে তিন নভোচারী চীনা মহাকাশকেন্দ্রের এই মহাকাশ-গবেষণাগারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। এ ছাড়া, তাঁরা চীনা মহাকাশকেন্দ্রের বিভিন্ন গবেষণাকাজও ব্যাখ্যা করেন।
নভোচারীরা ভিডিও-কলের মাধ্যমে পৃথিবীর ক্লাসরুমে অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে রিয়েল-টাইম যোগাযোগ করেন।
উল্লেখ্য, চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকল্প কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং চীনা বিজ্ঞান সমিতির উদ্যোগে এ ক্লাস আয়োজিত হয়। সূত্র:সিএমজি।
ইবাংলা/জেএন/১৩ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.