‘বাংলাওয়াশ’ শিরোপা পাকিস্তান দলের

ক্রীড়াঙ্গন ডেস্ক

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনাল ম্যাচের শেষ ওভারে জয় তুলে নিয়েছে পাকিস্তান দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে স্বাগতিকদের দেওয়া ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নামে পাকিস্তান। স্বাগতিকদের বিপক্ষে ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় তারা। ১৯ ওভার ৩ বলে ৫ উইকেটে ১৬৮ রান করে জয় পায় পাকিস্তান দল।

আরও পড়ুন…নোয়াখালীতে ট্রক চাপায় শিশুর মৃত্যু

এর আগে, ফাইনালে বড় সংগ্রহের আভাস দিলেও পাক বোলারদের দাপটের কাছে শেষ মুহূর্তে লুটিয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩ রান।

পাকিস্তানের হয়ে দলীয় সর্বোচ্চ ২২ বলে দুই চার ও তিন ছয়ে অপরাজিত ৩৮ রান সংগ্রহ করেন মোহাম্মদ নওয়াজ। এ ছাড়া মোহাম্মদ রিজওয়ান ২৯ বলে চার চারে ৩৪ রান, হায়দার আলী ৩১ রান, অধিনায়ক বাবর আজম ১৫, শান মাসুদ ১৯, ইফতেখার ২৫ এবং আসিফ আলী ১ রানের সুবাদে জয় তুলে নেয় পাকিস্তান। কিউইদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। একটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, ব্লেয়ার টিকনার ও ইশ সোধি।

প্রথমে ব্যাট করতে নেমে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ৩৮ বলে দুই ৬ এবং ছয় চারে ৫৯ রানের ইংনিসে ভর করে ১৬৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন গ্লেন ফিলিপস। ২২ বলে এক ছয়ে ও এক চারে ২৯ রান করেন তিনি। কিউইদের হয়ে ফিন অ্যালেন ১২, ডেভন কনওয়ে ১৪, মার্ক চ্যাপম্যান ২৫, জেমস নিশাম ১৭, টিম সাউদি এবং মাইকেল ব্রেসওয়েল ১ রান করে।

আরও পড়ুন…চীনা নভোচারীরা মহাকাশ-গবেষণাগারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন নাসিম শাহ ও হারিস রউফ। মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান একটি করে উইকেট নিয়েছেন। এদিন উইকেট শূন্য ছিলেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। নির্ধারিত ৪ ওভারে ৩৭ রান দেন তিনি।

ইবাংলা/জেএন/১৪ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us