ইবি শিক্ষার্থীকে ট্রাকের ধাক্কা, মহাসড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ট্রাকের ধাক্কায় আহত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম তাওহীদ। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়ণরত।

আরও পড়ুন…বিশ্ববিদ্যালয় দিবসে কনসার্টের আয়োজন করবে অদম্য ১৩তম ব্যাচ

প্রত্যক্ষদর্শী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে সন্ধ্যা ৭টার দিকে খুলনা হতে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাওহীদকে পেছন থেকে আঘাত করে। এতে হাতে আঘাতপ্রাপ্ত হয় ওই শিক্ষার্থী। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহত শিক্ষার্থীকে কুষ্টিয়ায় পাঠানো হয়। এ ঘটনায় খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই মহাসড়কে স্পিড ব্রেকার নেই। শিক্ষার্থীরা অভিযোগ করলেও দীর্ঘদিনেও এর সমাধান করা হয়নি। প্রশাসন কর্তৃক বারবার আশ্বাস দেওয়া হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য বলেছেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ইবাংলা/জেএন/১৫ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us