নড়াইল পৌরসভার ডুমুরতলা-রঘুনাথপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর এজেডএম ইকবাল আলম সমাজসেবা মুলক কর্মকান্ডে সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম কর্তৃ ক বাঁধাগ্রস্থ হওয়ার অভিযোগ করেছেন।
শনিবার (১৫অক্টোবর) কাউন্সিলর এজেডএম ইকবাল আলম জানান, তার পিতা হাজী শামসুল আলম ওরফে মনি মাষ্টার নিজস্ব অর্থায়নে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার শাহাবাদ মাজিদীয়া মহিলা মাদরাসায় ২টা ভবন করে দিয়েছেন। শিক্ষার্থীদের উপবৃত্তি দেন। মূল্যবান ৪২ শতক জায়গার উপর কবরস্থান করে দিয়েছেন।
আরও পড়ুন…ইবি শিক্ষার্থীকে ট্রাকের ধাক্কা, মহাসড়ক অবরোধ
ডুমুরতলা এলাকায় নিজস্ব জায়গায় নিজের অর্থে মসজিদ নির্মান করে দিয়েছেন। ডুমুরতলা এলাকায় একটি ঈদগাহ ও ফুরকানিয়া মাদরাসা করে দিয়েছেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতষ্ঠিানে আর্থিক অনুদান দিয়েছেন। কাউন্সিলর এজেডএম ইকবাল আলম জুয়েল আরোও বলেন সেই পিতার সামাজিক অবদানের কারনে এলাকার মানুষ বিপুল ভোটে আমাকে কাউন্সিলর নির্বাচন করেন।
কিন্তু এলাকার সাবেক কাউন্সিলর সাইফুল আমাকে সামজিক কর্মকান্ডে বার বার বাঁধা দিচ্ছেন। তিনি নিজ বাড়ির পাশে বাগানবাড়ি করে মাদক ব্যবসা,জুয়ার আসর,অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তার ছেলে অলিপ বেপরোয়া হয়ে উঠেছে।
সম্প্রতি অলিপ সন্ত্রাসী বাহিনী নিয়ে রঘুনাথপুর গ্রামের মুরাদ মোল্যার বাড়িতে গিয়ে চাঁদা দাবি কওে ও হুমকি দেয়। এ ঘটনায় থানায় এজহার দায়ের হয়েছে। তাদের পিতা-পুত্রের এসব কর্মকান্ড নিয়ে গত ৮ অক্টোবর নড়াইল শহরের ডুমুরতলা এলাকায় মানববন্ধন করতে গেলে নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান বাধা দেন।
আরও পড়ুন…ইবি শিক্ষার্থীকে ট্রাকের ধাক্কা, মহাসড়ক অবরোধ
পরবর্তীতে বিষয়টি নড়াইল-২ আসনের সাংসদকে জানানো হয়েছে। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম এ সকল অভিযোগ অস্বিকার করে বলেন,কাউন্সিলর জুয়েল একজন মাদকসেবী। সে নিজেই করাপটেড। এলাকায় অপকর্ম করতে না পেরে অন্যদের বিরূদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
ইবাংলা/জেএন/১৫ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.