আদালতের নিষেধাজ্ঞার পরেও স্কুল ম্যানেজিং কমিটি গঠন

বরগুনা প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার পরেও গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। এমন অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এছাড়াও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়ম নীতিমালার বাইরে চার কর্মচারি নিয়োগের অভিযোগও উঠেছেন।

Islami Bank

আরও পড়ুন…আবারও ভারতে দুর্গম পাহাড়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

অভিভাবক সদস্য ও রিট দাতা মো: রাব্বুল কবির শাহজাদা আজাদ জানান, গত ২৮ শে নভেম্বর ২০২১ তারিখ মহামান্য হাইকোর্টের বিচারপতি ম্যানেজিং কমিটি গঠনে প্রথমে ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করেন। দ্বিতীয় নিষেধাজ্ঞার ভিতরে গোপনে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও নির্বাচন প্রিজাইডিং অফিসার মনিরুল ইসলাম ১৫ ই জানুয়ারী ২০২২ একটি ম্যানেজিং কমিটি গঠন করেন।

যাহা প্রধান শিক্ষক গত ১৮ ই জানুয়ারী ২০২২ ইং তারিখ প্রধান শিক্ষক একটি আবেদনের মাধ্যমে বরিশাল শিক্ষা বোর্ডের পরিদর্শক বরাবর প্রেরন করেন। সেই আবেদনের উপরে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তথ্য গোপন রেখে লিখিতভাবে বলা হয়েছে বিদ্যালয়ে কোন অভিযোগ বা মামলা সংক্রান্ত কোন তথ্য নেই।

one pherma

আরও পড়ুন…অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে

প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিদর্শক ১২ এপ্রিল ২০২২ তারিখ বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক বরাবর প্রেরন করেন। নব গঠিত এ ম্যানেজিং কমিটি গোপন রাখিয়া প্রধান শিক্ষক ২৮ শে মে ২০২২ তারিখ স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ১৬ ই জুন ২০২২ তারিখ নিয়োগ সম্পূর্ণ করেন। যাহা প্রধান শিক্ষক অনিয়ম ও নীতিমালা বহির্ভূত কাজ করেছেন।এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন বলেন,আমি বিধি মেনেই নিয়োগ দিয়েছি। ম্যানেজিং কমিটি গঠনে নিষেধাজ্ঞার বিষয়ে আমি অবগত নাই।

ইবাংলা/জেএন/২১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us