রিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায়অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মিয়া (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Islami Bank

আরও পড়ুন…নারী পুলিশ ধর্ষণের অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

মৃত লাল মিয়ার ছেলে আলমগীর বলেন, আমার বাবা পেশায় রিকশাচালক। সন্ধ্যার দিকে রিকশা চালিয়ে এসে ব্যাটারিচালিত রিকশা গ্যারেজে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। পরে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

one pherma

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে।

ইবাংলা/জেএন/২১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us