সময় বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে রাবি শিক্ষার্থীর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সময়কে বেশি মূল্য দিতে গিয়ে জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। একই পথে হেঁটে প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রহমান।

Islami Bank

জানা গেছে, গত ১৯ অক্টোবর রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার পিলার বেয়ে পাশের ব্লকে যাওয়ার সময় পা পিছলে নিচে পড়ে যান শাহরিয়ার। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন…পরমাণু অস্ত্র ব্যবহার হবে ‘মানবতার বিরুদ্ধে শত্রুতা’

হলের শিক্ষার্থীরা বলছেন, শর্টকাটে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পিলার টপকে অনেকেই এক ব্লকের ছাদ পার হয়ে অন্য ব্লকে যান। এরপর সেখানে আড্ডা জমান, কেউ বা ফোনে কথা বলেন। কিন্তু শাহরিয়ারের মৃত্যুর পর ভয়ে এখন কেউ এভাবে পারাপার হচ্ছে না।

one pherma

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর তারেক নূর বলেন, গ্রিলের ভেতরে পকেট গেট করার পাশাপাশি ঝুঁকি নিয়ে পারাপারের জায়গা বন্ধ করে দেয়া হবে। তবে কিছু শিক্ষার্থীর দাবি, শাহরিয়ারের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেটি খতিয়ে দেখা দরকার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর সিটের আবাসিক শিক্ষার্থী শাহরিয়ারের গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

ইবাংলা/জেএন/২২ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us