না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক রায়হান

নিজস্ব প্রতিবেদক

ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিজনেস এডিটর রায়হান এম চৌধুরী মারা গেছেন। শনিবার (২২ অক্টোবর) দুপুরে দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

Islami Bank

আরও পড়ুন…সময় বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে রাবি শিক্ষার্থীর

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সিএমজেএফের সাবেক উপদেষ্টা রায়হান এম চৌধুরী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে আমরা শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

one pherma

শোক জানিয়ে জিয়াউর রহমান বলেন, সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন রায়হান এম চৌধুরীর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

ইবাংলা/জেএন/২২ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us